সুনামগঞ্জের তাহিরপুরের পাঠলাই নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. তৌফিক মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে সেমাবার (১৯ জুলাই) ভোরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পাঠলাই নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।
তৌফিক মিয়া শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বালিয়াঘাট বাজার থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় খলিশাজুড়ি ও নালেরবন্ধ গ্রামের ১৮ জন বাড়ি ফিরছিলেন। শ্রীপুর উত্তর ইউনিয়নের পাঠলাই নদীতে পৌঁছালে প্রবল বাতাসের কারণে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতারে উঠতে পারলেও তৌফিক মিয়া পারেননি। আজ ভোরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, পাঠলাই নদীতে নৌকাডুবির খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়। আজ ভোরে একজনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পিতার কাছে হস্তান্তর করা হয়েছে।