হবিগঞ্জে নতুন করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ তথ্য নিশ্চিত করেন।
আক্রান্তদের মধ্যে নবীগঞ্জ উপজেলায় ৬ জন, হবিগঞ্জ সদর, বাহুবল ও চুনারুঘাট উপজেলায় রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৬ জন।
এই সময়ে মারা গেছেন আরও ১ জন। এর মধ্যে একজন নবীগঞ্জের স্বাস্থ্যকর্মী এবং হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের এক শ্রমিক রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ১১ এপ্রিল থেক হবিগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৯৯৬ জন। আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ সদরে (শায়েস্তাগঞ্জসহ) ৪০৫, চুনারুঘাটে ১৬৩, মাধবপুরে ১৩৮, নবীগঞ্জে ১০৯, বাহুবলে ৬৯, লাখাইয়ে ৩৯, বানিয়াচং-এ ৪১ ও আজমিরীগঞ্জ উপজেলায় ৩০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৪০ জন এবং ৮ জন মারা গেছেন।