হবিগঞ্জ জেলায় নতুন করে ৮১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫৭ জনে। শনিবার (২০ জুন) রাতে এ তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
ঢাকার জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নতুন ৮১ জনের আক্রান্তের রিপোর্ট আসে। এর মধ্যে রয়েছেন চিকিৎসক, পুলিশের কয়েকজন কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা ও কর্মচারি।
আক্রান্ত ৮১ জনের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলায় ৪০ জন, মাধবপুরে ২২ জন, চুনারুঘাটে সাত জন, বানিয়াচংয় ছয় জন, লাখাইয়ে দুই জন, আজমিরীগঞ্জে দুই জন এবং বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ১১ এপ্রিল জেলায় প্রথম শনাক্তের পর থেকে এ পর্যন্ত ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১৫৮ জন। বাকিরা প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।