হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার করোনায় আক্রান্ত হয়েছেন।
রাজধানী ঢাকার এভার কেয়ার হাসপাতালে তার নমুনা পরীক্ষা হলে শুক্রবার (১৯ জুন) কোভিড-১৯ পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শেখ মো. সেলিম।
এর আগে করোনার উপসর্গ দেখা দিলে গত ১১ জুন হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নমুনা দেন তিনি। কিন্তু রিপোর্ট আসতে দেরি হওয়ায় ঢাকায় গিয়ে পুনরায় নমুনা পরীক্ষা করান। ওসি মোশারফ হোসেন বর্তমানে খিলক্ষেতস্থ নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।