রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

হবিগঞ্জের খোয়াই নদীতে ভেসে আসা লাশটি ভারতীয় যুবকের
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

হবিগঞ্জের খোয়াই নদী থেকে উদ্ধার করা ভারতীয় যুবক টিটন শীল জন্টুর লাশ সেদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকায় ওই যুবকের লাশ হস্তান্তর করা হয়।


পুলিশ জানায়, ২ জুন হবিগঞ্জের খোয়াই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পকেটে একটি ১০ রুপির একটি নোট, তিনটি চাবির রিং ও একটি আংটি পাওয়া যায়। ওই দিনই পুলিশ লাশটি বেওয়ারিশ হিসেবে হবিগঞ্জে দাফন করেন।

এরপর বিএসএফ বিজিবিকে জানায়, ভারতের খোয়াই জেলা সদরের পশ্চিম সোনাতলা গ্রামের যুবক টিটন শীল জন্টু ২৯ মে খোয়াই নদী পারাপারের সময় সাঁতার না জানায় পানিতে ভেসে যায়। তাকে পাওয়া যায়নি। হবিগঞ্জের খোয়াই নদী থেকে উদ্ধার হওয়ার লাশের বিষয়ে তাদেরকে অবগত করলে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে প্রমাণিত হয় উদ্ধারকৃত লাশটি ভারতীয় যুবক জন্টুর। এরপর শুক্রবার জন্টুর লাশ হবিগঞ্জের রাজনগর কবরস্থান থেকে উত্তোলন করে চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের কেদারাকোট এলাকায় বিজিবির উপস্থিতিতে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে হবিগঞ্জের পুলিশ।