সারাদেশে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করেছে। এর প্রেক্ষিতে জেলা উপজেলা ও পাড়া মহল্লায় চালানো হচ্ছে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম। তবে করোনাভাইরাস কী তা জানে না হবিগঞ্জের চুনারুঘাটের বেদে পল্লীর বাসিন্দারা। ছোট্ট একটি ঘরে গাদাগাদি করে বসবাস করছে অনেক মানুষ। সচেতনতা নেই বললেই চলে।
চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউপির বনগাঁও গ্রামে ওই বেদে পল্লীতে গিয়ে দেখা যায়, পল্লীটিতে বসবাস করছে প্রায় অর্ধশতাধিক পরিবার। করোনাভাইরাস সম্পর্কে কোনো ধারণা নেই তাদের। বেদে পল্লীর বাসিন্দারা বাঁশ তলায়, দোকান ও ঘরে বসেই ১০/১৫ জন করে আড্ডা দিচ্ছেন। এছাড়াও একাধিক গ্রুপে বিভক্ত হয়ে খেলছেন লুডু, তাস ও ক্যারাম।
বেশ কয়েকজন বেদে জানান, যেখানে থাকার মত স্থায়ী কোনো জায়গা নেই সেখানে সচেতনতা দিয়ে কি হবে। তাছাড়া টিভিতে ভাইরাসটি সম্পর্কে শুনেছি ও দেখেছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের কোনো কিছু দেয়া হয়নি।
ইউএনও সত্যজিত রায় দাশ বলেন, শুধুমাত্র বেদে পল্লী নয় সার্বিকভাবে উপজেলাবাসীর সুরক্ষার জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। তবে বেদেরা যেহেতু ভাসমান সে ক্ষেত্রে তাদের আলাদাভাবে নজরে রাখা হবে।