২১ শে ফেব্রুয়ারি শুক্রবার মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী স্মরণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরে প্রথমবারের মতো দিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে।
‘পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ, বড়লেখা’র আয়োজনে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে শুক্রবার দিনব্যাপী এ বইমেলা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে পাথারিয়া মুক্ত স্কাউট গ্রুপ, বড়লেখা’র সম্পাদক জাফর আহমেদ বলেন, শাহবাজপুরে প্রথমবারের মতো আমরা বইমেলার আয়োজন করতে যাচ্ছি। বইমেলা উপলক্ষে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। বইমেলাকে সফল এবং সার্থক করতে সবাইকে মেলা প্রাঙ্গণে ঘুরে যাওয়ার অনুরোধ করছি।