হবিগঞ্জের নবীগঞ্জে অসুস্থ ভাশুরকে দেখতে গিয়ে অটোরিকশা ব্রিজের নিচে খাদে পড়ে চান বিবি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার বিজনা ব্রিজের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চান বিবি নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের আ. জব্বার মিয়ার স্ত্রী।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে একই উপজেলার রায়পুর গ্রামে অসুস্থ ভাশুরকে দেখতে যান চান বিবি। পরে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে সকালে ঘন কুশায়ার কারণে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে বিজনা ব্রিজের নিচে খাদে পড়ে যায়।
এতে চান বিবি ও অপর অটোযাত্রী আহত হন। তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক চান বিবিকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়ার খবর পেয়ে চান বিবিকে নিয়ে আসা দুজন লোক হাসপাতালের বারান্দায় মরদেহ রেখে পালিয়ে যান।
খবর পেয়ে নবীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর ফিরোজ আহমদ মরদেহের সুরতাহাল রিপোর্ট তৈরি করেন।
নবীগঞ্জ থানার ওসি মো. আজিজুর রহমান জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।



