মৌলভীবাজারের বড়লেখায় দ্বিতীয়বারের মতো দিনব্যাপী বইমেলা আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। বড়লেখা নজরুল একাডেমির আয়োজনে রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই মেলা চলবে।
এছাড়া প্রতিবারের মতো এবারও বসন্ত উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
এ বিষয়ে বড়লেখা নজরুল একাডেমির উপদেষ্টা মুহাম্মদ তাজ উদ্দিন ও জুনায়েদ রায়হান রিপন বলেন, বই মানুষকে পথ দেখায়, মানুষকে আলোকিত করে। মূলত মানুষকে বই পড়তে উদ্বুদ্ধ করতে আমরা দ্বিতীয়বারের মতো বই মেলার আয়োজন করেছি। আশা করছি, বইপ্রেমী মানুষ বই মেলায় আসবেন। বই কিনবেন। প্রিয়জনকে বই উপহার দেবেন। সবাইকে বই পড়তে উৎসাহিত করবেন।