হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার রাতে উপজেলার খাগাউড়া ইউনিয়নের কর্চা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের বাসিন্দা মামুন মিয়া।
পুলিশ ও এলাকাবাসী জানায়, কর্চা গ্রামের মামুন মিয়া ও ইকবাল মিয়ার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার রাতে উভয় পক্ষ হামলা পাল্টা হামলায় জড়িয়ে পরে। এতে মামুন মিয়া ও তার চাচাতো ভাই আব্দুল কাইয়ুম আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা মামুনকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন রিনা খানম জানান, জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার স্থানীয় ইমামবাড়ি বাজার ফেরার পথে হামলা চালিয়েছে ইকবাল ও তার লোকজন। হামলায় তার ভাই মামুন নিহত হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম জানান, তাদের বাড়ির পাশে একটি সরকারি খাল রয়েছে। এটির দখল নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে হামলা পাল্টা হামলায় মামুন নিহত হন।