বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী বলেছেন, বিমান নিয়ে কাজ শুরু করেছি, লোকসান কাটিয়ে বিমান খাত লাভের মুখ দেখেছে। পর্যটন শিল্পের আয় দিয়ে একটি দেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে। বৈদেশিক মুদ্রা উপার্জন বাড়ানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।
শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চা-শ্রমিকদের মাঝে চেক বিতরণ উদ্বোধনীতে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার পাঁচটি চা-বাগানের তিন হাজার ৭৪৯ জন শ্রমিকের মাঝে এক কোটি ২৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, পর্যটন শিল্পের উন্নয়নের জন্য পরামর্শক নিয়োগ করা হয়েছে। ৩০ কোটি টাকা ব্যয়ে পর্যটক পরামর্শক দল ১৫ মাসের মধ্যে তাদের প্রতিবেদন পেশ করবেন। প্রতিবেদন অনুয়ায়ী মাস্টার প্ল্যান করে দেশের পর্যটন শিল্পের বিকাশ ঘটানো হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের দর্শন হচ্ছে অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন করা। মুক্তিযুদ্ধের সময় চা শ্রমিকরাও রক্ত দিয়েছেন। তাদের সামাজিক নিরাপত্তার জন্য ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।
উপজেলা পরিষদের হলরুমে ইউএনও তাসনূভা নাশতারানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহ মো. মুসলিম প্রমুখ।