মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে চাতলাপুর স্থলবন্দর চেকপোস্টে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ এবং তা নিয়ন্ত্রণে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়।
জানা যায়, সম্প্রতি চীনসহ কিছু দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর এ বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে বিজিবি এবং চাতলাপুর ইমিগ্রেশন পুলিশের সঙ্গে করোনা ভাইরাসের লক্ষণ ও সচেতনতার ব্যাপারে মতবিনিময় করেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
এ সময় মেডিকেল টিমের পক্ষে উপস্থিত ছিলেন- কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, মেডিকেল অফিসার ডা. মমতাজ খলিল মুন্নী, ডা. আতিক ইশরাক, স্বাস্থ্য সহকারী তাসলিমা বেগম, প্রদীপ কুমার সিংহ ও সিএইচসিপি মুরাদ আহম্মেদ।
কুলাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, এ উপজেলার একমাত্র স্থলবন্দর চাতলাপুর দিয়ে চীন থেকে ভারত হয়ে আগত কোনো যাত্রীর শরীরে ১০০ ডিগ্রির বেশি জ্বর, কাশি, শ্বাসকষ্ট ও মাথা ব্যথা থাকলে তাদের স্ক্যানিংয়ের আওতায় আনা হবে।
ইমিগ্রেশন এলাকায় একজন উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা এবং একজন সিএইচসিপি সকাল থেকে বিকাল পর্যন্ত তদারকিতে থাকবেন।