হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারীসহ তিনজন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর গ্রামের কমলা আক্তার (৩৫), বাস চালকের সহকারী শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা গ্রামের আবু সাঈদ (৩০) ও অজ্ঞাতপরিচয় নারী (৬০)।
বাহুবল মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, শ্রীমঙ্গল থেকে একটি বাস হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। কামাইছড়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপারসহ তিন যাত্রী নিহত হন।
তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।