মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মোবাশ্বির আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাগজুর গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোবাশ্বির আলী ওই গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র।
বিষয়টিনিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, আন্তঃজেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য মোবাশ্বির আলীর বিরুদ্ধে থানায় চারটি ডাকাতি মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।