হবিগঞ্জের বাহুবলে ১০টি ইটভাটার মালিককে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত বাহুবলের মিরপুরের অভিযান চালিয়ে এ জরিমানা করেন ইউএনও আয়েশা হক ও সহকারী কমিশনার (ভূমি) খৃষ্টফার হিমিল রিছিল। একই সঙ্গে তাদের সতর্ক করে দেয়া হয়েছে। এছাড়াও একটি রাবার ফ্যাক্টরিতে বর্জ শোধনাগার না থাকায় জরিমানা করা হয়েছে।
জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো হলো- যমুনা ব্রিকস, মেঘনা ব্রিকস, শমিন ব্রিকস, ইন্তাজ ব্রিকস, একতা ব্রিকস, পদ্মা-১ ব্রিকস, পদ্মা-২ ব্রিকস, রিয়াদ ব্রিকস ও সিএনআই রাবার ফ্যাক্টরি।
ইউএনও আয়েশা হক জানান, ইটভাটাগুলো সরকারি বিধিমালা অনুসরণ না করে কার্যক্রম পরিচালনা করছিল। লাইসেন্স না থাকা, পরিবেশ অধিদফতরের অনুমতি না থাকা, ঝিকঝাক চুল্লি না থাকা ও কৃষি জমিতে ভাটার কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন অভিযোগে ১০টি ইটভাটার মালিককে তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।