বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

হবিগঞ্জের বাহুবলে বিয়ে করতে গিয়ে হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে জেলে গেলেন বর!
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

হবিগঞ্জের বাহুবলে সুমী আক্তার নামে এক স্কুল ছাত্রীর বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে হবু শ্বশুর-শাশুড়ির সঙ্গে বরকেও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল শুক্রবার দুপুরে খবর পেয়ে বিয়ে বাড়িতে পৌঁছে বিয়ে পণ্ড করে দেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতে কনের বাবা-মাকে সাতদিন ও বরকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) খ্রিস্টফার হিমেল রিছিল জানান, উপজেলার ভাদেশ্বর ইউপির খোঁজারগাও গ্রামের রমিজ আলীর স্কুল ছাত্রী সুমি আক্তারের শুক্রবার বিয়ে হওয়ার কথা ছিল কিশোর বর আফজল মিয়ার সঙ্গে। সব আয়োজন সম্পন্ন করেছিল কনের পরিবার। বাড়ির আঙিনায় বাঁধা হয়েছে প্যান্ডেল। বরও এসে গেছে।

এমন সময় বাহুবলের ইউএনও আয়েশা হকের নির্দেশনায় বিয়ে বাড়িতে উপস্থিত হন। তাদের জিজ্ঞাসাবাদে তারা বাল্য বিয়ের অপরাধের কথা স্বীকার করে। তাৎক্ষণিক কনের বাবা রজিম আলী-মা জোৎসনা আক্তার ও বরকে উপজেলায় নিয়ে আসা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা-মাকে সাত দিন ও বর আফজল মিয়াকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। বর আফজল মিয়া প্রতিবেশী হাসান আলীর ছেলে।