গোলাপগঞ্জ উপজেলার মেহেরপুর আলিয়া মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন ও টিউশন ফির ৫০ হাজার টাকা দান করেছে বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদ। শুক্রবার সকাল ১০টায় পরিষদের সদস্যবৃন্দ এ অর্থ মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
এ উপলক্ষে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ সালেহ আকরামের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাফিজ রঈসুদ্দিনের কুরআন তেলাওয়াতে মাধ্যমে সূচিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা ফয়জুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন মাদ্রসার সহকারী অধ্যাপক মাওলানা কমর উদ্দিন, ইংরেজি প্রভাষক শাহীন আহমদ, মাওলানা নছির উদ্দিন, মোঃ নজমুল ইসলাম, মোঃ আকরামুল হাসান, মোঃ শাহীনুর আলম, মোঃ ছমির উদ্দিন, প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, মোঃ রহিদুল ইসলাম।
গভর্নিং বডির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুন নুর, মোঃ মুজিবুর রহমান, মোঃ কামাল উদ্দিন, মোঃ মস্তফা মিয়া, মোঃ ফখরুল ইসলাম।
প্রবাসীর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ কবির উদ্দিন, মোঃ শাহাবুদ্দিন, মোঃ খায়রুল ইসলাম, মোঃ আকরাম উদ্দিন , মোঃ আবুল কাশেম , মোঃ আব্দুল মুকিত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবী গোলাপগঞ্জ দোকান শ্রমিক কর্মচারি ট্রেড ইউনিয়ন’র কোষাধ্যক্ষ আলাউর রহমান আলাল, সমাজসেবক এনার উদ্দিন, জিতু মিয়া, কঠই মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পরিষদের আহবায়ক কানাডা প্রবাসী এম. জয়নাল আবেদীন জামিলের সহযোগিতায় (বহি:বিশ্বের সকল) শরীফগঞ্জের প্রবাসী ভাইদের নিয়ে যে উন্নয়ন পরিষদ গরিব অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বক্তারা তাদের এমন উন্নয়নমূলক কার্যক্রম আগামীতে অব্যাহত রাখার আহবান জানান।
সভায় কানাডা থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে পরিষদের আহবায়ক এম. জয়নাল আবেদীন জামিল বলেন, বিশ্ব প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের কাছ হচ্ছে সমাজের অসহায়দের পাশে দাঁড়ানো। পাশাপাশি এলাকার উন্নয়নে এ পরিষদের সচেষ্ট রয়েছে। তিনি এসব কাজে সকলের সহযোগিতা কামনা করেন