হবিগঞ্জের চুনারুঘাটে ঘর মেরামত করতে গিয়ে দেয়াল চাপায় কাছুম আলী (৫২) নামে একজন নিহত হয়েছেন। ৯ নভেম্বর শনিবার দুপুরে উপজেলার রাণীগাঁও ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাছুম আলী দক্ষিণ রানীগাঁওয়ের বাসিন্দা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মাটির ঘর মেরামতের কাজ করছিলেন কাছুম আলী। একপর্যায়ে ভিটার নীচ থেকে দেয়ালের মাটি কাটতে থাকলে দেয়ালটি তার ওপরে ধসে পড়ে। এ সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান কাছুম আলী।