হবিগঞ্জে একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল মালামাল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে শহরতলীর ধুলিয়াখাল মাহমুদপুর গ্রামের স্কোর কনজুনা প্রোডাক্টে এ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের মালিক ইসমাইল মিয়াকে আটক করা হয়।
আটক ইসমাইল ওই গ্রামের মর্তুজ আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই দেবাশীষ তালুকদার জানান, প্রায় দুই বছর ধরে স্কোর কনজুনা প্রোডাক্টে ভেজাল পণ্য সরবরাহ করছিলেন ইসমাইল। এছাড়া ওই প্রতিষ্ঠানের কোনো লাইসেন্স নেই। এমন সংবাদে সেখানে অভিযান চালিয়ে ইসমাইলকে আটক করা হয়। এ সময় ৩০০ লিটার ভেজাল সয়াবিন তেল, ৪০০ লিটার সরিষার তেল, ৮০০ লিটার নারকেল তেল ও বিভিন্ন ধরনের স্টেশনারি সামগ্রী উদ্ধার করা হয়েছে।