হবিগঞ্জে চোরাই প্রাইভেটকারসহ হাবিবুর রহমান নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে শহরতলীর ভাদৈ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হাবিবুর রহমান জেলা সদরের রিচি গ্রামের মুহিত মিয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই দেবাশিষ তালুকদার জানান, চোরাই প্রাইভেটকার নিয়ে ভাদৈ এলাকা দিয়ে যুবক যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ হাবিবুরকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটক হাবিবুর চোর চক্রের সদস্য বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।