বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি কে গউছের নামে একটি ভুয়া ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। সম্প্রতি কে বা কারা ‘Alhaj Gk Gouse’ নামে একটি ভুয়া ইউটিউব চ্যানেলটি খুলেছে। বিষয়টি জি কে গউছের নজরে আসলে তিনি বুধবার (১৬ অক্টোবর) রাতে হবিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, জি কে গউছের নামে কোনও ফেসবুক আইডি নেই। তিনি ফেসবুক ব্যবহার করেন না। এর আগে তার নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছিল। বিষয়টি নজরে আসলে ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর থানায় জিডি করা হয়।
জিডির কপিসম্প্রতি ‘Alhaj Gk Gouse’ নামে একটি ভুয়া ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এই চ্যানেলটির ধারক, বাহক ও পরিচালনাকারী জি কে গউছ নন। কেউ হীন উদ্দেশ্যে এই ভুয়া ইউটিউব চ্যানেলটি খুলেছে। এই চ্যানেল থেকে প্রচারিত কোনও তথ্য, স্থির চিত্র বা ভিডিও’র সঙ্গে তার কোনও সংশ্লিষ্টতা নেই। এই ভুয়া চ্যানেলটি বন্ধ করতে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মাসুক আলী জানান, জিডি করা হয়েছে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।