হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় খেলাফতি বিবি নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে উপজেলার বিজনারপাড় এলাকায় অজ্ঞাত একটি গাড়ির চাপায় প্রাণ হারান তিনি।
নিহত খেলাফতি বিবি উপজেলার দেবপাড়া ইউপির বাশডর গ্রামের খটাই মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাফতি বিবি শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবপাড়া ইউপির গোপলার বাজার থেকে মহাসড়ক হয়ে পায়ে হেঁটে বাশডর গ্রামে যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরহেদ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ওসি মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।