হবিগঞ্জের আজমিরীগঞ্জে রিভলভার ও গুলিসহ সাবেক ইউপি সদস্য শাহজাহান মিয়াকে (৫০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৯ সিলেট ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এ তথ্য জানান।
শাহজাহান ওই উপজেলার নোয়াগড় গ্রামের বাসিন্দা ও জলসুখা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার জিংরী নদীর ব্রিজের পাশে অভিযান চালিয়ে শাহজাহানকে গ্রেফতার করা হয়। সে সময় তার কাছ থেকে একটি রিভলভার ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে অস্ত্রসহ তাকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।