মৌলভীবাজারের জুড়ীতে বাড়ির পাশে মেলা দেখতে গিয়ে আশরাফুল হাসান রাশেদ নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আশরাফুল হাসান রাশেদ উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের আজিদ মিয়ার পুত্র। সে উপজেলার হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
এ বিষয়ে রাশেদের পিতা আজিদ মিয়া জানান, রাশেদ গত শনিবার বিকেল ৩টায় বাড়ির পাশে জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে শিল্প-পণ্য মেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।
এ ঘটনায় রাশেদের মা হোছনা বেগম রোববার জুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-১০৮০) করেছেন।