মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন সাদেক কাউসার দস্তগীর। ১১ সেপ্টেম্বর বুধবার কুলাউড়া সার্কেলে তিনি যোগদান করেন।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাদেক কাউসার দস্তগীরকে মৌলভীবাজার জেলার কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।
জানা যায়, কাওসার দস্তগীর ২০১৩ সালে পুলিশে যোগদান করে এসএমপির কোতোয়ালি থানার এসি ও এসএমপির এডিসি (ফোর্স) পদে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ প্রাপ্ত কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো আবু ইউছুফ সম্প্রতি পুলিশের মিশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এক বছরের জন্য মালি মিশন যেতে হচ্ছে। এ জন্য কুলাউড়া সার্কেল পদ শূন্য হওয়ায় তার স্থলাভিষিক্ত হয়েছেন কাউসার দস্তগীর।
বিবাহিত জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।