বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ



বগুড়ায় ধরা খেলেন ১৫ মামলার পলাতক আসামি কমলগঞ্জের খলিল
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

১৫ মামলার পলাতক আসামি খলিল মিয়াকে বগুড়ার শাজাহানপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠান।

খলিল মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউপির আধকানী গ্রামের বাজিদ উল্লার ছেলে।


কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান জানান, তার নির্দেশনায় থানার এএসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল বগুড়ার শাজাহানপুরে অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতার করে মৌলভীবাজারে আনা হয়। এরপর খলিলকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওসি আরো জানান, খলিলের বিরুদ্ধে চারটি মামলায় সাজা ও ১১টি মামলার পরোয়ানা জারি রয়েছে। খলিল পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।