ভারতের আসামে নাগরিকত্বের চূড়ান্ত তালিকা (এনআরসি) প্রকাশ হওয়ার পর রাজ্যটিতে অস্থিরতা বিরাজ করায় হবিগঞ্জ সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার রাতে চুনারুঘাট ও মাধবপুর সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি’র ৫৫ ব্যাট্যালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. জাহেদুর রশিদ বলেন, নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া ১৯ লাখের বেশি আসামি বাঙালির কেউ যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্যই এ সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, সীমান্তে সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী গ্রামবাসীদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রকৃত নাগরিকদের নামের তালিকা (এনআরসি) শনিবার প্রকাশিত হয়েছে। তালিকায় চূড়ান্তভাবে ঠাঁই হয়েছে ৩ কোটি ১১ লাখ লোকের। তালিকা থেকে ১৯ লাখ ৬ হাজার মানুষ বাদ পড়েছে।