হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ওলিপুর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াছিন মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওলিপুরে রেললাইন পার হচ্ছিলেন সালমা। এ সময় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল নামক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম খান জনান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।