বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ



হজ পালনকালে সেলফি তোলা, লাইভ করা যাবে কী?
নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক



বিজ্ঞাপন

হজের মতো পবিত্র ধর্মীয় বিধান পালন করতে গিয়ে মোবাইলে সেলফি আর ফেসবুক লাইভে অনেকেই ব্যস্ত থাকেন। এমনকি কাবাঘরের সামনে সেলফি তোলা খুবই পরিচিত ও সাধারণ দৃশ্যে পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে প্রচুর আলোচনা-সমালোচনা আছে।


হজ পালনে যেয়ে সেলফি বিষয়ে ইসলামি চিন্তাবিদদের অভিমত হলো, আল্লাহর ঘর কাবা শরিফের আঙিনায় বসে বিনা প্রয়োজনে ছবি বা সেলফি তোলা অপরাধ। এটা পবিত্র কাবার সঙ্গে বেয়াদবি। সরাসরি আল্লাহর হুকুমের লঙ্ঘন। বস্তুত অপ্রয়োজনে ছবি বা সেলফি পৃথিবীর যে কোনো জায়গায় তোলা অন্যায় ও নাজায়েজ। কাবা আঙিনায় তো অবশ্যই নাজায়েজ। এখন কেউ যদি ছবি তোলে তবে সে গোনাহগার হবে।

এ বিষয়ে বৃটেনের বিশিষ্ট আলেম শাইখ আব্দুর রহমান মাদানী বলেন, আজকাল সবচেয়ে ফিৎনা হয়ে গেছে, মানুষ হজে গিয়ে মোবাইল ফোন নিয়ে ভিডিও এবং লাইভ নিয়ে ব্যস্ত থাকে। তিনি বলেন, এ রকম যারা করেন- তাদের ভালো হজ হয় না। আল্লাহ এটা পছন্দ করেন না। এ জন্য আমরা যেন হজ পালন করতে গিয়ে মোবাইল ফোন নিয়ে সেলফি, লাইভে, ইমোতে ব্যস্ত না হই। যারা এসব কাজে ব্যস্ত থাকেন তাঁরা শোয়িং অফ (অন্যকে দেখাচ্ছেন) করছেন, তাদের হজ কবুল হওয়ার সম্ভাবনা কম। এ জন্য এটাকে আমরা যেন পরিত্যাগ করি। আর যদি ছবি তুলতেই হয়, তাহলে সেটা করতে গিয়ে যেন হজের কোনো ক্ষতি না হয়।