হবিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আট জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া দুই জনকে সিলেটে ও দুই জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব। তিনি জানান, আক্রান্তরা ঢাকা থেকে জ্বর নিয়ে এসে হাসপাতালে ভর্তি হন। পরে তাদের পরীক্ষা করে ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তিনি বলেন, গত দুই দিনে হবিগঞ্জ সদর হাসপাতালে আট জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তারা ঢাকায় কর্মরত থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে হবিগঞ্জ আসার পর বিষয়টি তারা জানতে পেরে হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে ঢাকা পাঠানো হয়েছে।