মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।
রবিবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় সরকারি কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে ইসলামিয়া বিল্ডিং এলাকায় পথসভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক রুবেল আহমদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা তালামীযের সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি রুহুল আমিন রুহেল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য দেন সরকারি কলেজ তালামীযের সভাপতি জিসান আহমদ।
এ সময় মিজান, আবু বকর, আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।