মৌলভীবাজারের জুড়ীতে বাস চাপায় ইব্রাহিম আলী (৬০) নামে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) রাত ৮টায় উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারে ঘটেছে।
নিহত ইব্রাহিম আলী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামের মৃত আজফর আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলের ২০-২৫ গজ পশ্চিমে সড়কের পাশে বাস গাড়িটি (মৌলভীবাজার জ ১১-০২২৯) রাখা ছিল। সেখান থেকে ৫০-৬০গজ পূর্বে বাস স্ট্যান্ড এলাকায় নিয়ে রাখার জন্য চালক গাড়ী চালু করেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফল বিক্রেতা ইব্রাহিম আলীকে চাপা দিয়ে রেলস্টেশন সড়কের দিকে দ্রুত বেগে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকা ইব্রাহিম আলীকে উদ্ধার করে জুড়ী আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ঘটনার সাথে সাথেই চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে।


