হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১০) উপজেলার বড়চর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই স্বামী পলাতক রয়েছে।
অভিযুক্ত স্বামীর নাম কিশোর দাস ও তাঁর স্ত্রীর নাম মুক্তি রানী দাস। তাঁরা বড়চর গ্রামের বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, কিশোর দাসের সঙ্গে মুক্তি রানীর সোমবার দুপুরে ঝগড়া হয়। এক পর্যায়ে কিশোর লাঠি দিয়ে পিটিয়ে মুক্তিকে রক্তাক্ত করে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে, তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ৯টার দিকে সেখানে তিনি মারা যান। তিনি বলেন, কিশোর দাস মাদকাসক্ত। প্রায়ই মাদকের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো তার। ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।