‘আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন’র বার্ষিক সাধারণ সভা ও সায়েন্টিফিক সেমিনারে স্পিকার হিসেবে অংশ নিচ্ছেন মৌলভীবাজারের ডা. সাঈদ এনাম। আগামী ১৮ থেকে ২২ শে মে আমেরিকার সানফ্রান্সিসকোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন ডা. সাঈদ এনাম।
ডা. সাঈদ এনাম এর আগে পোলান্ডের রাজধানী ওয়ারশোতে ইউরোপিয়ান সাইকিয়াট্রিক এসোসিয়েশন’র কংগ্রেসে ও সায়েন্টিফিক সেমিনারে গবেষণাসহ ‘স্পিকার প্রেসেন্টার’ হিসাবে অংশগ্রহণ করেন। এছাড়া ২০১৮ সালে জাপানের টোকিওতে মানসিক রোগ বিষয়ক এক সেমিনারে তিনি স্পিকার প্রেসেন্টার হিসাবে যোগ দিয়েছিলেন।
ডা. সাঈদ এনাম ১৯৯১ সালে এনসি হাই স্কুল কুলাউড়া থেকে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৯৩ সালে এমসি কলেজ সিলেট থেকে প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি সাইকিয়াট্রিতে উচ্চতর মাস্টার্স অব ফিলোসফি এম ফিল’ ডিগ্রী লাভ করেন।
দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক ডা. সাঈদ এনাম মৌলভীবাজার জেলার কুলাউড়ায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ্ব ফয়েজী আব্দুল মুনীম ছিলেন এলাকার প্রবীণ শিক্ষক এবং একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।