মৌলভীবাজারের জুড়ীতে সরকারি বন থেকে বিট কর্মকর্তা কর্তৃক গাছ কেটে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সিলেট বন বিভাগের জুরী রেঞ্জের আওতাধীন সাগরনাল বন বিটের বিট কর্মকর্তা আনোয়ার হোসেন যোগদানের পর থেকেই সাগরনাল বাঁশ মহাল ও অন্যান্য বনের অভ্যন্তরে বেড়ে ওঠা বিভিন্ন প্রজাতির গাছ, বাঁশ, সামাজিক বনায়নের বাঁশ চোরাকারবারির নিকট বিক্রি করা শুরু করেন। ক্রেতারা বনের ভিতরেই গাছ কেটে ফাইল বানিয়ে পাচার করেন।
স্থানীয় বাসিন্দাসহ ভিলেজাররা এর প্রতিবাদ করলে বিট কর্মকর্তা তাদের বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেন।
সরেজমিন সাগরনাল বন বিটের লক্ষ্মী ছড়া, মনিপুরী টিলা ও কালা ছড়া এলাকায় সদ্য কেটে নেয়া ও পুরনো কাটা বেশ কয়েকটি গাছের গুড়া এবং কেটে রাখা কয়েকটি গাছ পড়ে থাকতে দেখা যায়।
জানতে চাইলে সাগরনাল বন বিট কর্মকর্তা মো. আনোয়ার হোসেন খান অভিযোগ অস্বীকার করে বলেন, কয়েকজনকে মামলা দিয়ে জেলে দেয়া হয়েছে।