এ বছর এসএসসি পরীক্ষায় সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে হবিগঞ্জ জেলা থেকে ২১ হাজার ৭শত ৭৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ১৫ হাজার ৬শত ৪৮ জন। পাসের হার ৭১ দশমিক ৫৩ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে ৪৫০ জন। এর মধ্যে ছাত্র ২৫৩ ও ছাত্রী ২০২ জন। মৌলভীবাজার জেলায় গড় পাশের হার ৭১ দশমিক ৫৩ শতাংশ।
এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ শত ৬৪ জন শিক্ষার্থী। যার মধ্যে ১৩২ ছাত্র ও ১৩২ জন ছাত্রী।
৬ মে সোমবার বেলা ১২টায় শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমেদ।
প্রাপ্ত ফলাফলে এবার সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭০ দশমিক ৮৩ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৫৭ জন। এরমধ্যে ছেলের সংখ্যা ১ হাজার ৪২৬ এবং মেয়ের সংখ্যা ১৩৩১। গতবছর পাসের হার ছিল ৭০ দশমিক ৪২ এবং জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৩১৯১।
সিলেট বোর্ডে এবার ১ লক্ষ ১৩ হাজার ১৭১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। এদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ১০৫ জন ও ছাত্রী ৬৪ হাজার ৬৬ জন। এর মধ্যে পাস করেছে ৮০ হাজার ১৬২ জন।