হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২০) এক তরুণীর মৃত্যু হয়েছে।
বুধবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার শাহপুর ও তেলিয়াপাড়া এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
তবে এখন পর্যন্ত নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এম সাজিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঢাকা-থেকে সিলেটগামী ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি শাহপুর ও তেলিয়াপাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছলে মেয়েটি কাটা পড়ে। পরে স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।