হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়বাজারে অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৮ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বড়বাজার মসজিদের ভিতর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে মসজিদের পার্শবর্তী দোকান কলি পোল্ট্রি ফিড, মিলাদ ভ্যারাইটিজ স্টোর, বাননী ফ্যাশন ও ইসরাত টেলিকমে আগুন ছড়িয়ে পড়ে। এতে চারটি দোকানের প্রায় অর্ধকোটি টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
কলি পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মো. মোর্শেদ মিয়া জানান, আগুনে তার দোকানের দামি মেডিসিনসহ সব মিলিয়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
বানিয়াচং ফায়ার সার্ভিসের ইনচার্জ শামছুল ইসলাম জানান, প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পার্শ্ববর্তী মসজিদের ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।