বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ খ্রীষ্টাব্দ | ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ



সিলেটে বর্ষবরণ অনুষ্ঠানে ‘দাওয়াত’ নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

সিলেটের মদন মোহন কলেজের তারাপুর ক্যাম্পাসের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠান ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পণ্ড হয়েছে। সংঘর্ষে দু’জন আহত হয়েছেন। এছাড়া দুই শিক্ষক লাঞ্চিত হওয়ারও খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে কলেজের তারাপুর ক্যাম্পাসের আলি বাহার চা-বাগানে এ ঘটনা ঘটে। দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে সংঘর্ষ বাধে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর জানান, আলী বাহার চা বাগানের বাংলোয় মদন মোহন কলেজ তারাপুর ক্যাম্পাসের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। দুপুরের দিকে অনুষ্ঠান চলাকালীন সময়ে মদন মোহন কলেজ (মূল ক্যাম্পাস) থেকে ছাত্রলীগের একটি গ্রুপ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে দাওয়াত না দেয়ার অভিযোগ তুলে।

এ সময় ছাত্রলীগের দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পরে। ছাত্রলীগের কর্মীরা ব্যাপক ভাঙচুর করেন। এজন্যই অনুষ্ঠানটি পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে কলেজের শিক্ষক পঙ্কজ ও তামান্না লাঞ্চিত হয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়ে ওসি বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে খবর পেয়েছি। তবে তাদের পরিচয় সনাক্ত হতে পারিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলেজের তারাপুর ক্যাম্পাস ইনচার্জ অধ্যাপক জয়ন্ত দাস শিক্ষক লাঞ্ছিত হওয়ার কথা স্বীকার করেছেন।

কলেজ ছাত্রলীগের সভাপতি সানি দাবি করেছেন, এ ঘটনার সাথে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। এটা সাধারণ শিক্ষার্থীদের অনুষ্ঠান ছিল। কলেজের নয়।