সিলেটের জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রীণ বাংলার ‘বেটাগিরি’ টকশো’তে গোলাপগঞ্জের হয়ে কথা বলবেন অনলাইন জিবি টেলিভিশন’র সহকারী পরিচালক আব্দুল আজিজ বাবর। অন্যদিকে জকিগঞ্জ উপজেলার হয়ে কথা বলবেন মাসুম আহমদ।
মঙ্গলবার সন্ধ্যায় গ্রীণ বাংলার স্টুডিও তে এ টকশোর শুটিং শেষ হয়। টকশোর উপস্থাপনায় রয়েছেন আবিদুল ইসলাম রিমন।
আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় Murad The ChangeMaker ইউটিউব চ্যানেলে টকশোটি প্রচারিত হবে। টকশোটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জিবি টেলিভিশনের সহকারী পরিচালক আব্দুল আজিজ বাবর।