ব্রিটিশ বাংলাদেশিদের স্মার্ট আইডি কার্ড প্রদান, মৌলভীবাজারে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও প্রবাসীদের সহায় সম্পত্তি রক্ষার দাবিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্রিটেনে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ এপ্রিল রোববার পূর্ব লন্ডনের ভ্যালেস রোডস্থ একটি কমিউনিটি হলে বিশিষ্ট কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক খান জামাল নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিবিসির ডাইরেক্টর জেনারেল ও রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সাইদুর রহমান রেনু, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এমএ মান্নান, হ্যান্ডস ইউনাইটেড ফাউন্ডেশনের সভাপতি মশাহীদুর রহমান, মৌলভীবাজার উন্নয়ন পরিষদের সভাপতি ময়িজ মজুমদার, আতাউর রহমান কুটি, মাকিনুর রশীদ, সাংকৃতিককর্মী মশূদ বখশ নজমুল, মইনুল ইসলাম, আব্দুল হান্নান তরফদার, গোলাম কাদের চৌধুরী শামীম, কানেকটিং কমিউনিটিজনের সেক্রেটারি আব্দুল মোহিত চৌধুরী, শরীফুজ্জামান চৌধুরী তপন, ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক তুহিন, ইঞ্জিনিয়ার আবুল মুক্তাদির মুক্তা, শাহ মোহাম্মদ মাসুক, মো. ওমর ফারুক ঘোরি, আব্দুল বারি ও সৈয়দ জমসেদ আলী প্রমুখ। সভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ এমদাদুর রহমান।
সভায় বক্তরা বলেন, বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে মৌলভীবাজার জেলাবাসীর ঐতিহাসিক অবদান থাকা সত্ত্বেও দীর্ঘকাল থেকে তাঁরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বিলেতের ক্যাটারিং ইন্ডাস্ট্রির উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ও ব্রিটেনের প্রতিটি জাতীয় ভিত্তিক সংগঠনের নেতৃত্ব প্রদানে মৌলভীবাজারবাসীদের অবদান অপরিসীম। এ দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে গণসংযোগ করা হবে বলে সভায় জানানো হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- মৌলভীবাজার জেলা সদরের সাথে রেল সংযোগ স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, চা বোর্ডের সদর দফতর শ্রীমঙ্গলে স্থানান্তর, মনু ও ধলাই নদীর পুনঃখনন ও বন্যার হাত থেকে রক্ষা, মাগুড় ছড়া চা বাগানের ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরণ প্রদান, চার লাইনের মহাসড়ক চালু ও পর্যটন শিল্পের উন্নয়ন।