শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

প্যারিসে অল ইউরোপ-বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক, জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান



বিজ্ঞাপন

সাদিক তাজিন, প্যারিস থেকে:
ইউরোপে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সর্ব বৃহৎ সংগঠন অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের অভিষেক ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ৭ এপ্রিল রোববার সন্ধ্যায় প্যারিসের পোর্ট দো পন্থার স্থানীয় এক হলে বর্ণাঢ্য এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী শহীদ এবং ঢাকায় অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন এবং আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ফ্রান্স বাংলা স্কুলের শিক্ষার্থীরা।

সংগঠনের সভাপতি ফয়সাল আহাম্মেদ দ্বীপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জমির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, তুলুজ বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম, লিসবন সান্তা মারিয়া মাইওর’র কাউন্সিলর রানা তাসলিম উদ্দিন, বার্সেলোনা বাংলাদেশি কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি মাহারুল ইসলাম মিন্টু, মুক্তিযোদ্ধা জমিরুল ইসলাম মিয়া, নেক মানি’র সিইও হাজী ইকরাম ফরাজী, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা শরীফ আল মমিন, ফ্রান্স বাংলা বিজনেস ফেডারেশনের সভাপতি সাত্তার আলী সুমন, এমএইবি টিভির চেয়ারম্যান তাপস বড়ুয়া রিপন, ড. জিন্নুরাইন জায়গীরদার সুলতান প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরন নাজমুল, সহ সভাপতি মাহবুব সুয়েদ, আখি সীমা কাউছার, মো. ফারুক আহাম্মেদ মোল্লা, যুগ্ম সম্পাদক জামিল আহমেদ সাহেদ, কবির আল মাহমদু, সাংগঠনিক সম্পাদক রনি মোহাম্মদ, প্রচার সম্পাদক মো. রাসেল আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক জাহিদ কায়সার, কার্যকরী সদস্য এডভোকেট আনিচ্ছুজামান প্রমুখ।

অনুষ্ঠানে রাষ্ট্রদূতসহ আগত অতিথিরা সংগঠনের ভূয়সী প্রশংসা করে বলেন, দীর্ঘ তিন বছর ধরে ইউরোপে এই সংগঠনটি বাংলাদেশি কমিউনিটি ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে ১০ জন গুণী ব্যক্তিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন প্যারিস ও ইউরোপের বিভিন্ন শহর থেকে আগত শিল্পীরা।