বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

মন্ত্রী শাহাব উদ্দিনের নির্দেশের পর নড়েচড়ে বসেছে পরিবেশ অধিদপ্তর



বিজ্ঞাপন

মতিউর রহমান মুন্না :: নবীগঞ্জ উপজেলার দিনারপুর পরগনায় নির্বিচারে পাহাড় কাটা ও প্রাকৃতিক পরিবেশ বিপর্যয় নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির নির্দেশের পর নড়েচড়ে বসেছে পরিবেশ অধিদপ্তর। ওই দপ্তরের লোকজন সরেজমিনে দিনারপুর অঞ্চলের বিভিন্ন স্থানে টিলা কাটার দৃশ্য দেখেন এবং পাহাড়খেকোদের তথ্য সংগ্রহ করেন। এরপর থেকেই দৌড়ঝাপ শুরু করেছেন পাহাড়খেকোরা। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। অবশেষে মন্ত্রীর এই হস্তক্ষেপে খুশি এলাকাবাসী।

সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে নির্বিচারে পাহাড় কেটে দিনারপুর এলাকার প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে চলছিল কয়েকটি পাহাড়খেকো চক্র। অবাধে পাহাড় কেটে মাটি বিক্রির ঘটনায় পাহাড় খেকোদের খুঁটির জোর নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়। এ নিয়ে সম্প্রতি বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রচার হয়। সংবাদটি নজড়ে পড়ে বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপির।

তিনি খোঁজ নিয়ে তাৎক্ষণিকভাবে দিনারপুর অঞ্চলের পরিবেশ রক্ষা ও পাহাড় খেকো চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরে মহাপরিচালক (ডিজি) সুলতান আহমেদকে নির্দেশ দেন। এরপরই তদারকি শুরু করেন স্থানীয় ভূমি অফিস ও পরিবেশ অধিদপ্তর।

গত রোববার সরেজমিনে রামলোহ এলাকায় যান পানিউমদা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মহসিন আহমেদ। তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)র বরাবর প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে। গত সোমবার সকালে দিনারপুর আসেন পরিবেশ অধিদপ্তর সিলেট অফিসের পরির্দশক আবুল মনসুর মোল্লা।

তিনি গজনাইপুরের রামলোহ, দেবপাড়া, গজনাইপুর ইউনিয়নের বিভিন্ন স্পট পরিদর্শন করেন এবং টিলা কাটার দৃশ্য দেখে যারা এসবের সাথে জড়িত তাদের নাম ঠিকানা সংগ্রহ করেন।

এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর সিলেট অফিসের পরির্দশক আবুল মনসুর মোল্লা বলেন, দিনারপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। দুটি স্পটে সদ্য টিলা কাটার দৃশ্য দেখা গেছে। স্থানীয়দের কাছ থেকে জড়িতদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। পাহাড় কাটার ঘটনায় ইতিপূর্বেও মামলা হয়েছে। যারা এই চক্রের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেন, ‘দিনারপুর অঞ্চলের পাহাড় কাটার সংবাদটি দেখে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের ডিজিকে বলার পর তারা তাদের কার্যক্রম শুরু করেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।