হবিগঞ্জে বিদ্যুতের মিটার চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) পিবিআই।
আটককৃতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুর্শা কাগাউড়া গ্রামের মৃত তমিজ আলীর ছেলে তোফাজ্জুল হোসেন (২০) এবং নরসিংদী জেলার বেলাব থানার নন্দরামপুর গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে পলাশ মিয়া (২৫)।
পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ মিটার চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত জেলার বিভিন্ন স্থান থেকে মিটারসহ বিদ্যুতের মালামাল চুরি করে আসছিল।
তোফাজ্জুলের দেয়া তথ্য মতে, শুক্রবার ভোর রাতে পলাশকে তাঁর গ্রামের বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।
শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।