পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, সিলেট অঞ্চল বনজ সম্পদে সমৃদ্ধ। বনের মালিক জনগণ। বন রক্ষায় জনগণকেই এগিয়ে আসতে হবে। বন বাঁচলে পরিবেশ বাঁচবে, মানুষ বাঁচবে, দেশ বাঁচবে। দেশের আনাচে কানাচে অপরিকল্পিত ইট ভাটা গড়ে উঠেছে। যার কালো ধোয়া পরিবেশের ক্ষতি করছে। পরিবেশ রক্ষায় অপরিকল্পিত ইট ভাটা নিয়ন্ত্রণ করতে হবে। পুরণো পদ্ধতির পরিবর্তে আধুনিক ও পরিবেশ বান্ধব ইট ভাটা স্থাপন করতে হবে। জুড়ী-বড়লেখায় বনের হারিয়ে যাওয়া জৌলুস ফিরিয়ে আনা হবে। ইতিপূর্বে মাধবকুন্ডে ইকো পার্ক হয়েছে। জুড়ীতেও ইকো পার্ক বা উদ্যান তৈরি করা হবে।
তিনি রোববার বেলা ২টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা মিলনায়তনে সামাজিক বনায়নের উপকারভোগীর মধ্যে লভ্যাংশের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন সারা বিশ্বে মারাত্বক প্রভাব ফেলছে। এর প্রভাব থেকে রক্ষা পেতে হলে সবুজ পরিবেশ গড়ে তুলতে হবে। গাছের বিকল্প নেই, গাছ আমাদের অকৃতিম বন্ধু। গাছপালা লাগাতে হবে। খালি জায়গা ফেলে রাখা যাবে না। পাহাড়, নদী, হাওরকে রক্ষা করতে হবে।
অনুষ্ঠানে ৪৪ জন উপকারভোগীর মধ্যে ২৬ লক্ষ ২৬ হাজার দুইশ টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আরএসএম মুনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান গুলশান আরা মিলি, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, রনজিতা শর্মা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, যুগ্ম আহবায়ক শফিক আহমদ, মাসুক আহমদ চেয়ারম্যান, সালেহ উদ্দিন আহমদ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সরদার, রিংকু রঞ্জন দাস প্রমুখ।