রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ খ্রীষ্টাব্দ | ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

চুনারুঘাটে ১৬ দিন ধরে মাদ্রাসাছাত্র নিখোঁজ, সন্ধান কামনা
নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক



বিজ্ঞাপন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মো. তামিনুল ইসলাম ভুইয়া তানিম (১৫) গত ১৬ ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা মো. সিরাজ ভুইয়া চুনারুঘাট থাকায় একটি সাধারণ ডায়েরি করেছেন (নং-১০১৫, তাং-১৯/০৩/২০১৯)।

পরিবার ও জিডি সূত্রে জানা যায়, মো. তামিনুল ইসলাম ভুইয়া ওরফে তানিম হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও হাফিজিয়া মাদ্রাসায় হিফজ বিভাগের আবাসিক ছাত্র হিসেবে পড়ালেখা করত।

তানিমের বাবা মো. সিরাজ ভুইয়া বলেন, ‘গত ১৩ মার্চ মাদ্রাসার প্রধান শিক্ষক জিয়াউল রহমান চৌধুরী জানান সকাল ১০টার দিকে আমার ছেলে তানিম পাঞ্জাবী ক্রয় করার জন্য চুনারুঘাট বাজারে যাওয়ার পর থেকে আর ফিরে আসেনি। এরপর আমি ও আমার বাড়ির লোকজন আমাদের আশপাশের এলাকা ও আমাদের আত্মীয়-স্বজনের বাড়ি, পীরেরগাঁওয়ের মাদ্রাসাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এখনও খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। তামিমের গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট, মুখমন্ডল গোলাকার, পরনে সাদা রঙের পাঞ্জাবী, ট্রাউজার এবং মাথায় সাদা টুপি ছিল।

কোনো সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে ০১৩০৪-০৩১৪৭৯ ও ০১৭১৮-৫৩৭২৫৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মো. সিরাজ ভুইয়া।