মৌলভীবাজারের জুড়ীতে ওয়ালিউর রহমান ওলিদ (১৮) নামে এক যুবকের রহস্যময় মৃত্যু হয়েছে। শুক্রবার রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে।
ওলিদ জুড়ী উপজেলার জায়ফরনগর (মোকামবাড়ী) গ্রামের মাওলানা তুতিউর রহমানের পুত্র।
এ বিষয়ে আব্দুল আজিজ মেডিকেল সেন্টারের ব্যবস্থাপক তাপস দাস জানান, রাত প্রায় ১২টার দিকে তিনজন অপরিচিত লোক একটি সিএনজিতে করে ওলিদকে রক্তাক্ত মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে আসে এবং লাশের অভিভাবক নিয়ে আসি বলে ওরা পালিয়ে যায়। সিএনজি গাড়ীটির গ্লাস ও হুড ভাঙ্গা ছিল। পরে থানায় খবর দেই। বিষয়টি ফেসবুকে লেখা হলে তাঁর বাবা এসে লাশ শনাক্ত করেন।
ওলিদের পিতা মাওলানা তুতিউর রহমান বলেন, সে সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়ে ছিল। আর বাড়ি যায়নি। সে মাস খানেক আগে সিএনজি চালাত। এখন কিছু দিন থেকে ইলেক্ট্রিকের কাজ করছিল। ঘটনা সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, লাশের বুকে কয়েকটি আঘাতের চিহ্ন দেখে দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।