উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের ৭টি উপজেলার ৪টিতেই বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়েছেন। এর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সদর আসনে আগেই উপজেলা চেয়ারম্যান নির্বাচিন হন আওয়ামী লীগের কামাল হোসেন।
বড়লেখা উপজেলায় জয়ী হয়েছেন আ.লীগের বিদ্রোহী প্রার্থী সোয়েব আহমদ তিনি ঘোড়া প্রতিক নিয়ে ৪৩ হাজার ৪৪ ভোট পেয়েছেন তাঁর নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামী লীগের রফিকুল ইসলাম সুন্দর নৌকা প্রঈকে পেয়েছেন ২০ হাজার ৫৭৩ ভোট।
জুড়ী উপজেলায় চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এমএ মঈদ ফারুক। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২৮২ ভোট। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী আওয়ামী লীগের গুলশান আরা মিলি নৌকা প্রতীকে পেয়েছেন ৫৭৭৬ ভোট।
কুলাউড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ সলমান জয়ী হয়েছেন। তিনি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী আ.লীগের আসম কামরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১৩২ ভোট।
রাজনগর উপজেলায় জয়ী হয়েছেন আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহজান খান। তিনি কাপপিরিচ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৩৭৬ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের আছকির খান নৌকা প্রঈক নিয়ে পেয়েছেন ভোট। আছকির খান বিকেল তিনটায় কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ।
কমলগঞ্জ উপজেলায় আ.লীগের অধ্যাপক রফিকুর রহমান জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার ১৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদন্দ্বী আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইমতিয়াজ আহমদ বুলবুল আনারস নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৫৫১ ভোট।
শ্রীমঙ্গল উপজেলা আ.লীগের রনধীর কুমার দেব জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৪৪০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৫৮০ ভোট।