উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান জয়লাভ করেছেন আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মোতাচ্ছিরুল ইসলাম। টানা ৪ বার নির্বাচিত হওয়ার পর হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো পরাজয় বরণ করেন সৈয়দ আহমদুল হক।
রোববার (১০ মার্চ) হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন রুবেল এ তথ্য নিশ্চিত করেন।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মোতাচ্ছিরুল ইসলাম আনারস প্রতীক নিয়ে ৩৫০২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সৈয়দ আহমদুল হক পেয়েছেন ২৮,০৪০ ভোট।