বুধবার, ১২ মার্চ ২০২৫ খ্রীষ্টাব্দ | ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ



Sex Cams

                    চাইলে বিজ্ঞাপন দিতে পারেন

‘মাওলানা আব্দুল হাই খান ছিলেন একজন স্পষ্টভাষী দৃঢ়চেতা আলেম’
লন্ডন প্রতিবেদক

লন্ডন প্রতিবেদক



বিজ্ঞাপন

সর্বদলীয় উলামা সংগঠন বাংলাদেশী মুসলিমস ইউকে’র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই খান স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ মার্চ রোববার লন্ডন মুসলিম সেন্টারে বাংলাদেশী মুসলিমস ইউকে’র সভাপতি মাওলানা একেএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শাহ মিজানুল হকের পরিচালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন শারিয়া কাউন্সিলের চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু সাঈদ, কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামছুল হক, আল-হুদা মসজিদের চেয়ারম্যান, ইমাম ও খতিব অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, ইস্ট লন্ডন মসজিদের ইমাম ও খতিব শায়েখ আব্দুল কাইয়ুম, মাইল এন্ড মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব জমশেদ আলী, বাংলাদেশী মুসলিমস ইউকে’র সাবেক সভাপতি মাওলানা একেএম মাওদুদ হাসান, মুফতি শাহ সদরুদ্দীন, আল-আকসা মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাদিকুর রাহমান, ব্রিক লেন জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা জিল্লুল রাহমান চৌধুরী, বিশিষ্ট টিভি আলোচক শায়েখ আবদুর রাহমান মাদানী, মাজাহিরুল উলুম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রাহমান মাদানী, মাওলানা রেজাউল করীম, মাওলানা আবুল হোসাইন খান, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কেএম আবু তাহের চৌধুরী, নিউহ্যাম কাউন্সিলের ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমদ, মাওলানা নুরুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব ড. আব্দুল আজিজ, টিচার্স এসোসিয়েশনের নেতা মনজুর রেজা চৌধুরী, মখলিছুর রাহমান চৌধুরী, আয়ুব হোসেন খান, মাওলানা রফিক আহমদ রফিক, ডাঃ শামছুদ্দীন, কুরতুবা ইন্সটিটিউট এর শিক্ষক মাওলানা দেলওয়ার হুসাইন, একেএম শাহজাহান, এআইটি সভাপতি মাওলানা আবুল হাসনাত চৌধুরী, মাওলানা মুমিনুল ইসলাম ফারুকী প্রমুখ।

সভায় মাওলানা আব্দুল হাই খানকে স্মরণ করে বক্তারা বলেন, তিনি একজন সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন ছিলেন, তিনি ভালো শিক্ষক ও সংগঠক ছিলেন। ছিলেন স্পষ্টভাষী ও দৃঢ়চেতা। কমিউনিটিকে ঐক্যবদ্ধ রাখতে সবসময় তাঁর আন্তরিক প্রচেষ্টা ছিলো। বক্তারা বলেন, মাওলানা আব্দুল হাই খান লন্ডনের বিভিন্ন মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সেন্টারে ইভনিং মাদ্রাসায় শিক্ষকতাও করেছেন। পরে নিজেই কুরতুবা ইন্সটিটিউট নামে একটি ইভনিং মক্তব চালু করেন। খুব কম সময়ের মধ্যেই এটি একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেয়। পরে পূর্ব লন্ডনে কুরতুবা ইন্সটিটিউটের একাধিক শাখা চালু হয়। বক্তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বাংলাদেশী মুসলিমস ইউকে’র সাধারণ সম্পাদক, কুরতুবা ইন্সটিটিউটের ডেপুটি প্রধান শিক্ষক, সেইভ রোহিঙ্গা ইউকে’র সেক্রেটারি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল হাই খান ১ মার্চ শুক্রবার ভোর ৫টার দিকে পূর্ব লন্ডনের নিউহ্যাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পয়লা মার্চ শুক্রবার বাদ জুমা ইস্ট লন্ডন মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পূর্ব লন্ডনের হেইনুলট ‘গার্ডেনস অব পিস’ গোরস্থানে সমাহিত করা হয়। জানাজায় উলামা, রাজনীতিক, সমাজসেবী সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

মাওলানা আব্দুল হাই খান এর দেশের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে। তিনি ওই এলাকার বিশিষ্ট আলেমেদ্বীন মরহুম মাওলানা খলিলুর রহমান হিন্দস্থানীর ছেলে।

বাংলাদেশে থাকাকালে তিনি বিয়ানীবাজার দক্ষিণ মুড়িয়া উচ্চ মাধ্যমিক স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেন। ওই সময় তিনি ব্রেন ক্যান্সারে আক্রান্ত হন। কিন্তু ভারতে চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। সম্প্রতি তাঁর সেই ক্যান্সার ফিরে আসে। এখানকার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।